About Engilsh Grammar


!! আর নয় ENGLISH-এ ভয় এবার হবে ENGLISH জয়!!

ইংরেজির আন্তর্জাতিকতা নিয়ে আজকাল আলোচনার অনেকটাই অপ্রাসঙ্গিক। ইংরেজি-অজ্ঞতা আন্তর্জাতিকভাবে তো বটেই, নিজ দেশেও আজ চরম চ্যালেঞ্জের সম্মুখীন। বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ডিগ্রি নিয়ে শিক্ষিত বেকার দিন দিন বেড়েই চলছে। এমনিভাবে ইংরেজিতে অদক্ষতার কারণে অনেক প্রতিভাবান শিক্ষার্থী সম্মানজনক চাকরি পেতে সকল ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছেন। এমতাবস্থায় ইংরেজি বিষয়ে সব পরীক্ষার জন্য প্রযোজ্য একটি কমন চিন্তা-ভাবনা থেকে ‘bdenglishacademy’ নামে একটি ওয়েবসাইট আবিষ্কার হয়েছে। অনেক শিক্ষিত বেকার অনলাইনে English Grammar নিয়ে ঘাটাঘাটি করে থাকে তারা যাতে সকল ক্ষেত্রে ইংরেজি বিষয়ে উপকৃত হতে পারে সে জন্য ‘bdenglishacademy’ তে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে যেগুলো আপনাদের স্কুলে থেকে শুরু করে বিসিএস পর্যন্ত কাজে আসবে। তাই আর সময় নষ্ট না করে আসুন ইংরেজিতে ভয় কাটিতে সকল ক্ষেত্রে ইংরেজিকে জয় করে তুলি।



No comments

Powered by Blogger.