Conditional Sentence কি এবং কাকে বলা হয়?

 


Conditional Sentence

Conditional sentences দ্বারা কোন শর্তযুক্ত idea কে প্রকাশ করা হয়।
এ ধরনের sentence এ দুটি clause থাকে if যুক্ত subordinate clause দ্বারা condition বা শর্ত বোঝায় এবং principal clause দ্বারা সেই শর্ত পূরণ হলে কি হবে তা বোঝায়। if যুক্ত clause শুরুতে বা শেষে বসতে পারে। তবে যদি if যুক্ত clause শুরুতে বসে তাহলে তার পরে একটি কমা (,) বসবে, আর যদি শেষে বসে তাহলে কমা বসবে না।

No comments

Powered by Blogger.